বিপ্লব তালুকদার খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে স্বাস্থ্য বিভাগের ফার্মাসিস্ট নিয়োগে অনিয়মের অভিযোগে সাবেক সিভিল সার্জনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার খাগড়াছড়ি সদর থানায় দুদকর সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। বুধবার মামলা দায়ের পর দীঘিনালা থেকে উদয়ন চাকমা নামে একজন গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে বাবুছড়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট।
দুদক জানান, ২০১৩ সালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিয়ন্ত্রিত স্বাস্থ্য বিভাগ ফার্মাসিস্ট পদে নিয়োগে সনদ জালিয়াতি করে টাকার বিনিময়ে তৎকালীন সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দাশ, নিয়োগ বোর্ডের সদস্য ও বর্তমান রাঙামাটি জেলার সিভিল সার্জন শহীদ তালুকদার, জেলা পরিষদ সদস্য বীর কিশোর চাকমা অটল, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রিয় কুমার চাকমা অনিয়ম করে উদয়ন চাকমা ও সুমন চাকমাকে ফার্মাসিস্ট পদে নিয়োগ দেয়। দীর্ঘ তদন্তের পর বিষয়টি প্রমাণিত হওয়ায় মামলা দায়ের করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।